অফিসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণঃ
সেন্সাস উইং এর অধীনে আদম শুমারী ও গৃহ গননা , কৃষি শুমারী , অকৃষি অর্থনৈতিক শুমারী এবং তাঁত শুমারীর কাজ অনুষ্ঠিত হয়। এগ্রিকালচার উইং এর অধীন প্রধান ৬টি ফসল (যথাঃ আউশ, আমন, বোরো,গম, আলু ও পাট)-এর ফসল কর্তন এবং প্রধান ও অপ্রধান মোট ১১৮ টি ফসলের জন্য কৃষকের সাক্ষাৎকার গ্রহন, দাগগুচ্ছ পর্যবেক্ষণ জরিপ এর মাধ্যমে ফসল সমুহের আয়তন, একর প্রতি ফলন ও উৎপাদন হিসাব নির্ণয় করা হয়। প্রধান ফসল সমূহের পূর্বভাস জরিপ, মূল্য ও উৎপাদন খরচ জরিপ, মাসিক কৃষি মজুরী হার জরিপ করা হয়। নমুনা এলাকা ভিত্তিক জন্ম,মূত্য, বিবাহ, তালাক, আগমন, বহির্গমন, জন্ম নিয়ন্ত্রন, প্রতিবন্ধী এর তথ্য সংগ্রহ, পুষ্টি জরিপ, মা ও শিশুদের উপর বিভিন্ন জরিপ করা হয়। ন্যাশনাল একাউন্টিং উইং ও ইন্ডাষ্ট্রি এন্ড লেবার উইং এর বিভিন্ন জরিপ কাজ সম্পন্ন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস