লক্ষ্য(Vision ) জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ।
দায়িত্ব (Mission)বাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক জনসংখ্যা, কৃষি, জাতীয় আয় ও বানিজ্য, স্বাস্থ্য ও পুষ্টি, শিল্প ও শ্রম সংক্রামত্ম বিষয়ে সঠিক ও মানসম্মত হালনাগাদ পরিসংখ্যান সরবরাহ করা । পাশাপাশি, নীতি নির্ধারক পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ, প্রশাসক ও সুশীল সমাজের চাহিদা মোতাবেক গবেষণা/ জরিপ কার্য পরিচালনার মাধ্যমে সংগৃহীত তথ্য ও উপাত্ত পরিবেশন করা ।
সেবা সমূহঃ
১। দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষ গ্রন্থ প্রকাশ।
২। প্রতি দশ বৎসর অন্তর আদম শুমারী, কৃষি শুমারী, এবং অথনৈতিক শুমারী পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ।
৩। মোট দেশজ উৎপাদন (GDP) এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক (Indicators)যথা- সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয়, ইত্যাদি নিরূপন ও প্রকাশ ;
৪। ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহ্নত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য অন্তর্ভুক্ত করে মাস ভিত্তিক ভোক্তা মূল্যসুচক (CPI) নিরূপন ও প্রকাশ ;
৫। বৈদেশিক বানিজ্য পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ;
৬। বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরী সূচক প্রস্ত্তত ও প্রকাশ;
৭। বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমান এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ;
৮। শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ।
৯। মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপনের জন্য Gender Statistics প্রস্ত্তত ও প্রকাশ;
১০। খানায় আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্ত্তত ও প্রকাশ।
পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা কমিশন এবং এ বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান, দপ্তর এবং একাডেমী কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধার প্রাপ্তির ক্ষেত্রে য়ৈ কোন মতামত এবং অভিযোগ প্রেরণ করতে হলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করুনঃ
যুগ্ম প্রথান (সমন্বয় উইং), পরিকল্পনা কমিশন, শেরেবাংলা নগর ঢাকা-১২০৭, ফোন নং- ৮১১৫৭১৯
যুগ্ম - সচিব (পরিসংখ্যান উইং), পরিকল্পনা বিভাগ পরিকলল্পনা মন্ত্রণালয়, শেরে বাংলা নগর , ঢাকা -১২০৭।ফোন নং৮১৫৩৬২৭।
যুগ্ম - সচিব (প্রশাসন) পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, শেরে বাংলা নগর , ঢাকা -১২০৭।ফোন নং ৮১১৪৯০১।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS